Saturday , 3 December 2022 | [bangla_date]

দিনাজপুর চেম্বারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১২টায় শহরের লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনিসুর রহমান চৌধুরী।
সভায় দিনাজপুর চেম্বার ও ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন স্তরের শত শত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামিম কবির’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আখতারুজ্জমান মিঞা, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হক এন্ড জামান অটো’র স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ফয়সাল হাবিব সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মার্টিন চাইজ রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খালেকুজ্জামান বাবু, ময়েজ উদ্দীন আহম্মেদ মজু, ক্রোকারিজ সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ শাহ আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যারা দিনাজপুর চেম্বারের সুনাম নষ্ট করেছে তাদের চিহ্নিত করে আগামী চেম্বার নির্বাচনে তাদের মন থেকেই বহিস্কারের আহবান জানান। সভায় কয়েকজন বক্তা চেম্বারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র সাথে আলোচনা করে চলমান সমস্যা সমাধানের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতি সুজা-উর-রব চৌধুরী, রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, জর্জিস আনামসহ চেম্বারের সাবেক পরিচালকবৃন্দ ও জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল্লাহ মাজাহেরী ও পবিত্র গিতা পাঠ করেন সুধীর চক্রবর্তী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী হাসপাতালে অভিযান দুই দালালকে জরিমানা

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

বীরগঞ্জে দিনব্যাপী কার্যক্রম বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র