Sunday , 3 January 2021 | [bangla_date]

রাণীশংকৈলে জমি নিয়ে মারামারি আহত ৬ গ্রেফতার ৩

রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় জায়গা জমির দখল নিয়ে মারামারিতে আহত হয়েছেন ৬ জন,এ ঘটনায় আমিরুল(৫০) সাদেকুল(৩০) আনসারুল(২৭)নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা এজাহার সুত্রে জানা যায়, উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার মতৃ হাকিম উদ্দীনের ছেলে হাসিরুল ইসলাম(৩৫) ও একই এলাকার মৃত কান্দ্রু মোহাম্মদের ছেলে হানিফের(৪৫) সাথে ৫২ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ বিরোধ কে কেন্দ্র করে গতকাল রোববার ভোর সাড়ে ৭টায় হাসিরুলের ভোগদখল কৃত বাসাবড়ীতে হঠাৎ করেই ঐ জমির দাবীদার একই এলাকার হানিফ দলবল নিয়ে এসে ঘর বাড়ীর বিভিন্ন স্থাপনা ভাঙা শুরু করে। এমন অবস্থা দেখতে পেয়ে বাধা দিতে যায় হাসিরুল। বাধা দিতে যাওয়ায় হানিফের লোকজন হাসিরুলকে ধরে লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ বেদড়ক মারপিট শুরু করে। তার আত্নচিৎকারে বাড়ীর অন্য লোকজন বেরিয়ে আসেল তাদেরও বেদড়ক মারপিট করে হানিফের লোকজন । পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত তিন ব্যক্তিকে আটক করে। হানিফের লোকজনের আঘাতে হাসিরুল নিজেসহ তার ভাই স্ত্রীসহ ৬জন গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হাসিরুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে হানিফকে হুকুমদাতা আসামী করে আনসারুল(২৭) সাদেকুল(৩০) মৌমিনা(৩৫) জরিনা(৩৮) আশরাফুল(৩৫) আমিরুল(৫০) সফিরুল ইসলাম(৪০) সুফিয়ান(২৫) সাইফুল ইসলাম(২২) হযরত আলী(২০) আমিরুল ওরফে পাগলা(৫৯) মোট ১৪ জনের নাম উল্লেখ্য করে মামলাটি করেছেন।
এ ঘটনার বিবাদী হানিফের বক্তব্য নিতে তার মুঠাফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম বলেন, চিকিৎসাধীন ৬জনের মধ্যে মধ্যে দুজুন গুরুতর অবস্থায় রয়েছে। তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। অবস্থার বেগতিক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে স্থানতর করা হবে।
অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঠাকুরগাঁওয়ে একটি সভায় আছি। ঘটনাটির মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আনসার ভিডিপি’র জমি দখল করে ঘর নির্মাণ

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

হারিয়ে যাওয়া মাকে খুজতে পাগল প্রায় সন্তানেরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক –

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর