দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়-চাই সামাজিক আন্দোলন। বিশেষ করে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী শিক্ষা দিতে হবে। এব্যাপারে সততা সংঘ এবং সততা স্টোর যথেষ্ট ভুমিকা রাখছে। জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রতিবন্ধকতার মূল কারণ হলো দুর্নীতি। আসুন দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন করি।
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের আয়োজনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। “দুর্নীতি দমন প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের সভাপতি ডাঃ আই এফ এম শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, পিপিএম (সেবা), সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম- সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। মুক্ত আলোচনায় অংশ নেন জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আজম,সনাক এর সভাপতি মোঃ জলিল আহমেদ, গার্লস ইন রোভার্স মৃত্তিকা সেন, ওয়াইইএস গ্রæপের সদস্য মহিবুল্লাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
খানাসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী এবং দুর্ণীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে পতাকা উত্তোলনের পর র্যালী শেষে উপজেলা হলরুমে এ দুর্ণীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আহসান হাবীব প্রমুখ।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে, ঐক্যবদ্ধ বিশ্ব” এই শ্লোগানে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে দুর্নীতি বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সামা মিয়া ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদস্য বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ ইয়াকুব আলী বাবুল, মোঃ আব্দুল মান্নান, প্রভাষক ইসমত জাহান, দিপালী ষোষ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, মানব বন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরল উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার। পরে বিরল উপজেলা পরিষদের সামনে প্রায় ৩০ মিনিট মানব বন্ধন শেষে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মৌঃ মনসুর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নূরল হুদা ফারুকীর সঞ্চালোনায় আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মিঃ) আব্দুল ওয়াজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য এম, এ কুদ্দুস সরকার এবং দিনাজপুর মানব কল্যাণ পরিষদের প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর প্রধান,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।