বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় বিএনপির নেতা প্রয়াত আরেফিনের বাড়িতে গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৮, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগনের শক্তির সামনে কোন শক্তি কখনও টিকে থাকে নাই। কখনও কোন শক্তি সফলও হয়নি। এই সরকারও যাবে তা সময়ের ব্যাপার মাত্র। তাকে যেতে হবে। তার থাকার আর কোন সুযোগ নেই। সাধারণত বাতি যখন নেভার আগে জ্বলে উঠে এই সরকারের অবস্থাও ঠিক তেমনি। আরেকটু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে যদি কিছুদিন থাকা যায়। আমি মনে করি নির্যাতনের মাত্রা যত বাড়বে তাদের যাওয়ার পথও তত স্বল্প হবে। অত্যাচার যত বাড়ে ততই ফ্যাসিবাদ দ্রæতগতিতে পরাজিত হয়। আমার মনে হয় আমরা শেষ প্রান্তে রয়েছি। যদি এটি গণতান্ত্রীক যুদ্ধ হয় তাহলে আমরা সে যুদ্ধের শেষ প্রান্তে। তিনি গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের চন্দনপাড়া গ্রামে ২৪ ডিসেম্বর গণমিছিলের সময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিনা উস্কানিতে পুলিশের লাঠিচার্জ কোনভাবে মেনে নেয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি জাতির সামনে তথ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন। তিনি বলেন, আমরা যেমনি লাখো শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য গুম, খুন এবং রাজপথে আব্দুর রশিদ আরেফিনের মত একের পর এক জীবন বলি হচ্ছে। তাদের নাম লাখো শহীদের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। গণতান্ত্রিক আন্দোলনে তারা শহীদ, তারা শাহাদত বরণ করেছেন।
পরে তিনি আরেফিনের বাড়ির পাশ্বের মাঠে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আববায়ক ও সাবেক পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় পঞ্চগড় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ছাড়াও পার্শ্ববর্তি ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলা থেকে আগত বিএনপি নেতারা অশংগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিলের পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার-২

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

আটোয়ারীতে আনোয়ার সিমেন্ট শীটের সৌজন্যে র‌্যালী ও কর্মশালা

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে দুই ছেলের মারধরে প্রাণ গেল বাবার

বীরগঞ্জে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন