বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বছরের প্রথম দিন আজ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১ জানুয়ারি -২০২৩) সকালে বীরগঞ্জ পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের পাঠপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। উক্ত অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা মাসুদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার জিনাত রেহানা বলেন, বীরগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক ১০৭ ও প্রাথমিক বিদ্যালয়ে ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আমেজ না থাকলেও নতুন বই বিতরণ উপলক্ষে বই নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। শিক্ষকসহ সংশ্লিষ্টদের ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন বই পাওয়ার আগ্রহ লক্ষ্য করা গেছে।
পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা। একইদিন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো।