Wednesday , 4 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

January 4, 2023 6:35 pm

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই আলিম মাদ্রাসার আয়োজনে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে মাদ্রাসার সভাপতি মো. মোস্তাক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মছির উদ্দীন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম বলেন, সমাবেশে বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমানে নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এজন্য মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

আরও