সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা চত্বরে আম,লিচু লেবুর বাগানে রয়েছে। এর পরেও পরে ছিল পতিত কিছু খণ্ড খণ্ড জমি সেই জমিতে ওসি শুরু করে শীতকালীন সবজি চাষ। এখন সেখানে শোভা পাচ্ছে শীতকালীন সবজি। রয়েছে বিভিন্ন জাতের ফুল ফলের গাছ৷

থানা চত্বরের অনাবাদি জমি খণ্ড খণ্ড করে এই সবজি চাষ করছেন পুলিশ সদস্যরাই। সকাল-বিকালে যাঁর যে সময় অবসর থাকে, সেই পুলিশ সদস্যরা নিজ হাতে সবজি ক্ষেত পরিচর্যায় নেমে পড়েন।

খণ্ড খণ্ড জমিতে এখন শোভা পাচ্ছে লালশাক, আলু,বেগুন,শিম,লাউ,টমেটো,মরিচ,মিষ্টিকুমড়াসহ নানা ধরনের শীতকালীন সবজি।

এ দৃশ্য দেখে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদেরও মন ভালো হয়ে যায়। মিজানুর রহমান নামে এক ব্যাক্তি বলেন, ‘কিছুদিন আগে একটি কাজে আমি থানায় গিয়েছিলাম। থানার ভিতরের প্রাকৃতিক পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগল।’ এরপর নিজেও বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করেন বলে জানান তিনি৷

হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। এ কথায় উদ্বুদ্ধ হয়েই আমরা সবাই থানা চত্বরের পতিত জমি কাজে লাগানোর চেষ্টা করেছি। এতে আমরা যেমন বিষমুক্ত সবজি নিজ হাতে তুলে খেতে পারছি, অন্যদিকে অবসর সময় সব জিক্ষেত পরিচর্যার মাধ্যমে ভালো সময় কাটছে।আমি নিজেই দুটি খাটালে লালশাক, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছি। নিজ হাতে পরিচর্যা করা গাছে ফল-ফুল এলে ভীষণ ভালো লাগে। তা ছাড়া কীটনাশকমুক্ত তরতাজা সবজিও পাচ্ছি এখান থেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

হাবিপ্রবিতে ৩য় অন্তিঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে ক্যাথলিক মিশনের উদ্বোধন করলেন ভাটিকানের রাষ্ট্রদূত

বীরগঞ্জে ৬ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ভূট্রা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধী কে হত্যার অভিযোগ

বোদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মসুচি পালন

বোদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মসুচি পালন

দূ’র্ণীতির মা’মলায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জে’লহা’জতে

বিএনপি জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা