বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৮, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

দিনাজপুরে বসুন্ধরা গ্রæপের কম্বল বিতরনকালে শীতার্তরা
রোগে ওষুধ যেমন উপকারী, শীতে কম্বলও তেমন উপকারী
দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করলো কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা।
গতকাল বুধবার বসুন্ধরা গ্রæপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর,পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ ও হাকিমপুরে দেড় হাজার কম্বল বিতরন করা হয়েছে। এনিয়ে দিনাজপুরে তিন হাজার কম্বল বিতরন করা হয়।
বুধবার সকালে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে কম্বল পাওয়া কয়েকজনের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বললেন, দিনাজপুরে ঠান্ডা অনেক। আর বয়স্কদের ঠান্ডা আরো বেশি। এই শীতের সময় যে কম্বলটা পাইলাম এটা দিয়ে শীতটা কাটানো যাবে। রোগের সময় ওষুধ পাইলে যেমন উপকার হয়, শীতের মধ্যে কম্বল টাও তেমন উপকারী। আমরা গরীব মানুষ তো কম্বল কিনতে পারিনা। বসুন্ধরা গ্রæপ আমাদেরকে কম্বল দিল। আল্লাহ তাদের ভালো করুক এই দোয়া করি।
বুধবার ফুলবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মাঠে শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে আধো আধো স্পষ্টে তৃপ্তি মাখা মুখে ফুলবাড়ী শহরের কাটাবাড়ী নয়াপাড়ার সাবিয়া বেওয়া বললেন, বয়স্ক মানুষ আমি। এই ঠান্ডা আসলে কষ্ট বেশি হয়। হাত-পা ঠান্ডা হয়ে যায় শুধু। কাঁথা গায়ে দিলেও সহজে গরম ধরে না। কম্বল হলে একটু তাড়াতাড়ি গাও গরম হয়। কিন্তু কম্বল কিনব এমন সাধ্য নাই। স্বামী হারিয়েছি ১৫বছর। আজকে বসুন্ধরা গ্রæপের কম্বল পাইলাম। রাতের বেলা গায়ে দিয়ে ঘুমাতে পারবো। আগের মত ঠান্ডা লাগবে না। যারা কম্বল দিল আল্লাহ তাদের ভালো করুক। এটাই দোয়া করি। এসময় কম্বল পাওয়া বাবলু রায় বলেন, কয়লা খনি আন্দোলনে আমি আহত হই। তখন থেকে আর চলাফেরা করতে পারিনা। কাজকামও সেভাবে করতে পারিনা। কিন্তু শীত তো আর অভাব মানে না। আর কম্বলও কিনতে পারিনা। বসুন্ধরা গ্রæপ আমাকে ও আমার মত অনেককে কম্বল দিল। আমাদের মত গরীব মানুষের অনেক উপকার হলো।
পরে বসুন্ধরা গ্রæপের সমৃদ্ধি ও বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘাযু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বসুন্ধরা গ্রæপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের বিভিন্ন শাখার আয়োজনে কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোঃ আবীর খান, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খালিদ হাচান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ওমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান ডিফেন্স, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, শুভ সংঘের দিনাজপুর জেলা সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়,কালের কণ্ঠ শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা আনোয়ার সাদাত মন্ডল, সভাপতি স্বপন ইসলাম, চিরিরবন্দর উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ

লায়ন্স ক্লাবের ৬ষ্ঠ দিনে হিয়ারিং এইডস, হুইল চেয়ার এবং ওয়াকার বিতরণ

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারী আটক

বীরগঞ্জে বসন্তের শুরুতেই প্রকৃতি সেজেছে শিমুল ফুলে

পীরগঞ্জে কালের কণ্ঠ পত্রিকার ত্রাণ পেলেন ৩শ পরিবার

পীরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ