ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ জাহানারা বেগম(৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ শীতলপুর গ্রামে এন্তাজুল হকের বাসায় মাদক বিরোধী অভিযান করলে ৭০ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা সহ জাহানারা বেগমকে আটক করা হয় ও তার স্বামী মাদক ব্যবসায় এন্তাজুল হক পলাতক রয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান মাদক বিরোধী আইনে থানায় একটি মামলা হয়েছে আসামি থানায় আছে।