দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগার পাহাড়পুর এর উদ্যোগে শীতার্ত অসহায় নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারী সোমবার উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের সভাপতি সুবির কুমার সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ বজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ সংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের সাধারন সম্পাদক আলেয়া বেগম। বক্তারা বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকেই শীতার্ত মানুষের শীত নিবারন করতে শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করছি। আগামীতেও এই উপহার দেওয়া হবে।