দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন র্শীষক সেমিনার-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রæয়ারী-২০২৩ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর আয়োজিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন র্শীষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মাসুম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম প্রামাণিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা। “থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাশার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল হক, ৫নং শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী রানা, ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট দপ্তর ছাড়াও দিনাজপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।