তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ভারতীয় ৯৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়েছেন পেয়ারা বেগম (২৬) ও মনির হোসেন (৩২) নামের দুই মাদক কারবারী। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ি এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোবাইল জব্দ করে পুলিশ। আটককৃত পেয়ারা বেগম বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ির রুহুল আমিনের স্ত্রী ও মনির হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। রবিবার বেলা ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়িতে রুহুল আমিনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। সংবাদের ভিত্তিতে এসআই তপন কুমারের নেতৃত্বে এসআই আব্দুল লতিফ, এসআই আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। বাড়ির কাছে পুলিশের পিকআপের আওয়াজ পেলেই প্লাস্টিক বস্তার ভেতর রাখা ৯৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে দুজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। এ সময় কিছু আসামী পালিয়ে যায়। ওই সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। স্থানীয়সহ আটককৃত আসামীদের জিজ্ঞাসাদে কালদাসপাড়া বালাবাড়ির মৃত মেনাজুলের ছেলে আলমগীর হোসেন (৪০), আলমগীর হোসেনের স্ত্রী আনিসা (৩৬) পরিচয় পাওয়া যায়। পরে তাদেরকে বিরুদ্ধে মামলা করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ৯৫ বোতল ফেনসিডিলসহ পেয়ারা বেগম ও মনির হোসেন নামে দুজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ)/৪১ ধারার আইনে মামলা হয়েছে। বেলা ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।