ঠাকুরগাঁও : একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
জেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।
এর পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী-ঠাকুরগাঁও জেলা ইউনিট, উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুলের ডালা নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।
ভাষা আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অধিকার। সেই শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে রাত ১১ টায় থেকেই দলে দলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে লাইন ধরে জমায়েত হয়।