Tuesday , 21 February 2023 | [bangla_date]

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি বলেছেন,যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। এটা কোন শ্লোগান নয়, এটা হচ্ছে মানুষের বিশ্বাস এবং অনুভ‚তি। মানুষ যেনে গেছে শেখ হাসিনা ই পারে একটি স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে। বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মোডেল। বাংলাদেশের শতভাগ শিশু স্কুলে যায়। বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে।বাংলাদেশের মানুষ বস্ত্রহীন ও গৃহহীন থাকেনা। বাংলাদেশ সাবলম্বি একটি দেশ। আমরা যাদের সাথে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের অবস্থা কি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন,পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। এই পাকিস্তান দেউলিয়া হওয়ার মধ্যদিয়ে প্রমান করে ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে সময় মা বোনদের আত্মত্যাগ ও যারা জীবন দিয়েছেন তাদের রক্ত বৃথা যায় নাই। সেই রক্ত আজকে মানুষের অধিকার আদায়ে ও শান্তি প্রতিষ্ঠায় সত্য প্রমানিত হয়েছে। শেখ হাসিনার সরকার আমলেই আমাদের এই বাংলা ভাষা আন্তর্জাতিক মার্তৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই শহিদ মিনারে দাড়িয়ে আমাদের অঙ্গীকার হোক, ভাষা শহিদদের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের পথে আমরা এগিয়ে যাব।
মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ইউএনও আফছানা কাওছারের সভাপতিতে এবং ইউআরসি মোস্তাফিজুর রহমানের সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা।
প্রধান অতিথি এরআগে বিরল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একুশের প্রভাতফেরিতে অংশগ্রহন করেন এবং বিরল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এবং পরে তিনি বিরল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাষ্টারের কন্যা জান্নাতুন ফেরদৌস জান্নাতের মৃত্যুতে তার শাহাপাড়াস্থ বাড়ীতে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করে ও সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকলৈে র্অথরে অভাবে মডলে মসজদি নর্মিাণ কাজ বন্ধ

নেপথ্যে স্বামীর অনলাইন জুয়া ও অভাব পঞ্চগড়ে বিষপানের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শহর কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

আটোয়ারীতে অটো চুরি করতে গিয়ে হত্যা মামলার আসামী আটক

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

শ্রমজীবী মানুষদের মাঝে বৃক্ষ বিতরণ খানসামা শুভসংঘের

নাপা সেবনে নয়, মায়ের পরকীয়ায় দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল