বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী শিশুদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে শিশু ফোরাম সদস্যদের অংশগ্রহণে শনিবার সংস্থার হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিশু ফোরামের সদস্যদের কার্যক্রম সমূহ বিভিন্ন প্লাটফর্মে তুলে ধরার কৌশলাদি অংশগ্রহণকারী শিশুদের মাঝে উপস্থাপন করেন স্থানীয় সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক। কর্মশালায় শিশুদের অধিকার আদায়ে শিশু ফোরামের সদস্যদের শিশু সাংবাদিকতার প্রয়োজনীয়তার দিকগুলি তুলে ধরেন তিনি। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার গোল্ডেন সরকার উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু ফোরামের ৩৫জন সদস্য অংশগ্রহণ করেন।