রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের (দিনাজ-১৯) ত্রি-বার্ষিক নির্বাচন ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (১১ মার্চ) ডিগ্রি কলেজে সম্পন্ন হয়।
সভাপতি পদে সাদ্দাম হোসেন (আনারস) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দি রমজান আলী (চেয়ার) পায় ৪৯ ভোট। সম্পাদক পদে আব্দুল মান্নান (গরু গাড়ী) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দি মিঠুন ইসলাম (সিলিং ফ্যান) পায় ৪৭ ভোট। কষাধক্ষ পদে ফইজুল ইসলাম (জোড়া ডাব) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দি আতাউর রহমান (মোবাইল)পায় ৭৯ ভোট। নির্বাচনে প্্িরজাইডিং কর্মকর্তার দ্বায়িত্বে ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা মনজুরুল আলম। সহকারি প্রিজাইডিং কর্মকর্তার দ্বার্য়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান পোলিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও জিয়াউর রহমান। প্রধান নির্বাচন কমিশনার পরিমল সরকার জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদন্দিতা ছাড়াই নির্বাচিত হয়েছে সাংগঠনিক সম্পাদক পদেমোস্তাফিজুর রহমান মানিক, সহ-সম্পাদক শামিম, নির্বাহি সম্পাদক পদে রইসুল নির্বাচিত হয়।