হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন দলের পদে থাকা রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ,৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিজিবি কমান্ডারগন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা কমিটির চোরাচালান, মাদক দ্রব্য, চুরি,বাল্যবিবাহ সহ নানান দিক বিষয়ে তুলে ধরা হয়। সীমান্ত এলাকায় রাস্তাগুলো দ্রুত ব্যাবস্থা নেওয়া জন্য আলোচনা করেন। অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।