Monday , 20 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে মহান ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বীরগঞ্জ সরকারি কলেজের আয়োজনে সোমবার সকালে কলেজ হল রুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় ২৫মার্চ গণহত্যা দিবসের নির্মমতা তুলে ধরে বক্তব্য রাখেন রনাঙ্গনে সরাসরি যুদ্ধে অংশগ্রহনকারী বীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাগন।বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম মাসুদুল হকের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় ২৫মার্চ গনহত্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কালীপদ রায়।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, স্বাধীনতা শুধুমাত্র চার অক্ষরের একটি শব্দ নয়। এর পিছনে অনেক ত্যাগ, তিতীক্ষা, সংগ্রাম, অশ্রু ও রক্ত ঝড়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতম হত্যাকান্ড পরিচালনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোথাও এত কম সময়ে এত বেশি মানুষ হত্যা করা হয়নি। এ দিবসটি পালনের তাৎপর্য শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা সঞ্চারিত করতে পারলে দিবসটি পালন স্বার্থক হবে । জাতির পিতা স্বপ্ন দেখেছেন অসম্প্রদায়িক বাংলাদেশ, ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।অনুষ্ঠানের শুরুতে কলেজ কলেজ ক্যাম্পাসে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে একটি দেওয়ালিকা উদ্বোধন করা হয়।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে- ঠাকুরগাঁও আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশ

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করেছে : পীরগঞ্জের কর্মী সভায়-মির্জা ফখরুল

ঘোড়াঘাটে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

আর্থিক সহায়তা পেল বালিয়াডাঙ্গীর ৬৫ জন নারী

পীরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

বাংলাবান্ধা স্থলবন্দর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়