Monday , 20 March 2023 | [bangla_date]

চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

পঞ্চগড় প্রতিনিধি\ বেসরকারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে পঞ্চগড় জেলা শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা সহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বাশিস পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি এ এইচ এম একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বাশিস জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ফোরামের আহবায়ক তাহেরুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীরা বর্তমান সময়ে মানবেতর জীবনযাপন করছে। শতভাগ বেতন পেলেও উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যা পায় তা নামকাওয়াস্তে। বর্তমান দুমূল্যের বাজারে এই বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। শিক্ষকদের পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ কখনো সফল হবে না। তাই অনতিবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবি জানান তারা। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য এই দাবি মানা না হলে শিক্ষকরা কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
আটোয়ারী
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ” ¯েøাগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে রবিবার ( ২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ। দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী তুলে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক পইম উদ্দীন আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, আবুল হোসেন, আয়ুব আলী, সহকারী শিক্ষক সাহিদুল জব্বার শাহীন, আমিনুল ইসলাম, জিল্লুর হোসেন সরকার, সহিদুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। মনববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

মহাঅষ্টমীর তিথিতে ঠাকুরগাঁওয়ে জুড়ে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ !

দিনাজপুরে দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ

ফ্রেন্ডস এসএসসি-৯১ ব্যাচ’র আয়োজনে ঈদ পুনর্মিলনী

অসহায়-গরীব মানুষের মাঝে  রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

অসহায়-গরীব মানুষের মাঝে রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে পতাকা উত্তোলন দিবস পালিত

মা সমাবেশের আলোচনায় জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মায়ের পুষ্টিতে সফলতা অর্জন করতে হবে

পীরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত