বুধবার দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রাজাপুকুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে শিশু নেতৃত্বে প্রচারণা (নাটক, পটগান, ফ্র্যাসমর, মেলায় স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের বিরুদ্ধে সংস্কৃতিক প্রতিরোধে সম্প্রদায়ের সংবেদনশীল) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর এপি, দিনাজপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, শশরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান ও হরিরামপুর ডিভিসি’র সভাপতি মোঃ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু ফোরামের পক্ষে ছাত্রী সুমাইয়া আক্তার।
প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প অফিসার টনি উইলসন ডি কস্তা। ডিভিসি, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, পিতা-মাতা ও এলাকার জনগণের অংশগ্রহণে বাল্যবিবাহ মুক্ত গ্রাম করতে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার বিকল্প নেই। ১৮বছরের নিচে বিয়ে হলে সেটাই বাল্য বিবাহ। তা সকলকে জানাতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।“আমার গ্রাম, আমার দায়িত্ব শিশুর জীবন হউক বাল্য বিবাহ মুক্ত”-শীর্ষক সচেতনতামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু শিল্পীরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুরমু।