বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার কমিটির অন্যতম সদস্য কমরেড আজাদ মাস্টার, কমরেড সলি রাম রায়, কমরেড সানজু রাম রায় ও কমরেড হাসান আলীর -এর মৃত্যুতে সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে এক শোকসভা আজ ০২ অক্টোবর ২০২০ ইং তারিখ উপজেলার জাবরহাট ইউনিয়নের এল এস ডি গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয় । সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড এনামুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভায় বক্তব্য রাখেন সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা কমিটির নেতা প্রভাত সমির শাহজাহান আলম, এম এ মমিন, মোর্তুজা আলম, সুরেশ রায়, নুরুল ইসলাম, রতিন্দ্র নাথ রতন, মহেশ্বর রায়,শরিফ হোসেন প্রমুখ। উল্লেখ্য গত ১১ মে২০২০ থেকে সেপ্টেম্বর পযর্ন্ত বিভিন্ন দিনে এ-ই ৪জন কমরেড মৃত্যু বরণ করেন।