সমতলে বসবাসরত দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কমিউনিটির জনগোষ্ঠীর সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে ও হেকস্/ইপার এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এসময় তিনি বলেন, কাউকে পেছনে ফেলে নয়, আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্বার্থক হবে। আর সমতলে বসবাসকারী সকলের যেন উন্নয়ন হয়, সেজন্য জিও, এনজিও সকলকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে দিনাজপুরে ইএসডিও অগ্রণী ভুমিকা পালন করছে। তিনি বলেন, বাংলাদেশে ৯৯ ভাগ মামলাই হচ্ছে ভুমি সংক্রান্ত। তাই দলিত ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীদেরও ভুমি সমস্যা যাতে খুব দ্রæত সমাধান হয় সেজন্য প্রশাসনের সকল কর্মকর্তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সমতলে বসবাসরত দলিত ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী এখনও শিক্ষা, কৃষি, সরকারি সামাজিক সুরক্ষা সুবিধা, পানি ও পয়:নিষ্কাশন, কর্মসংস্থান এর সুবিধা, মর্যাদাপূর্ণ জীবন উপভোগের জায়গা থেকে অনেক পেছনে রয়েছে। জিও এনজিও’র মাধ্যমে তাদের মূল¯্রােতধারায় সমানভাবে সম্পৃক্ত করা এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটাত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।
স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র এ্যাসিসটেন্ট প্রোগ্রাম কো অর্ডিনেটর ও ফোকাল পারসন শাহ মো. আমিনুল হক।
এর আগে ইএসডিও, দাতা সংস্থা, প্রকল্প পরিচিতি ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে ধারণা দেন প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকিন এবং প্রকল্পের পলিসি ডায়ালগের উদ্দেশ্য বর্ণনা করেন ইএসডিও’র ফোকাল মাহবুব ইসলাম।
এসময় দিনাজপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বীরগঞ্জ ও কাহারোল উপজেলা দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।