দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল সোমবার দিনাজপুর শহরের উপশহরস্থ প্যারাডাইস কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম নুরউল্লাহ। এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ নুরুজ্জামান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আব্দুস সালাম, প্রাক্তন গাইনি বিভাগীয় প্রধান ডাঃ ফয়সাল আলম, এডি ডাঃ খাদিজা নাহিদ ইভা। এ ছাড়াও এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সকল বিভাগের প্রধান, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।