দিনাজপুরের ১৫টি মাদ্রাসার ১৪৫জন এতিম ্ছাত্র ও শিক্ষক সহ মোট ১৬৫জন এক দিনের শিক্ষা সফরে স্বপ্ন পূরীতে গিয়েছেন।
বৃহস্প্রতিবার সকালে দিনাজপুরের ১৫টি মাদ্রাসার ১৪৫জন এতিম ্ছাত্র ও শিক্ষক সহ মোট ১৬৫ জন এক দিনের শিক্ষা সফরে স্বপ্ন পূরীতে গিয়েছেন।
দিনাজপুর শহরের কসবা এলাকার আলামিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা ছাত্র (কোরআনের পাখি) ও শিক্ষকরা স্বপ্নপূরীতে যাত্রা শুরু করেন। দিনভর শিক্ষা সফর শেষে সন্ধ্যায় তারা মাদ্রাসায় ফিরেন।
শিক্ষা সফরের যাবতীয় খরচ বহন করছেন,সাইফুল ইসলাম (ওস্তাদ) ও শহরের মুন্সিপাড়ার মামুন ট্রের্ডাস। আয়োজকদের এমন মহৎ উদ্যাগ কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। এদিকে একদিনের শিক্ষা সফরে যেতে পেরে কোরআনের পাখিরা খুব খুশি।