বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে,নজরুল ইসলাম ঢাকার একটি মাজারে তামিজ বিক্রি করতো। সেখানে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে তার পরিচয় হয়। ওই ব্যক্তি নজরুলের বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে। এর কিছুদিন পর নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসলে ওই ব্যক্তি ঠিকানা অনুযায়ী নজরুলের বাড়িতে বেড়াতে আসে। কয়েক দিন মেহমান খাওয়ার পর সে আবার চলে গেছে। গত ঈদুল ফিতরের সময়ও ওই ব্যক্তি তার বাড়িতে এসে কয়েকদিন থাকার পর আবারো চলে গেছে। গত কয়েক দিন আগে ওই ব্যক্তি আবারো নজরুলের বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে তারা সারাশব্দ না পেয়ে নজরুল তাকে ডাকতে যায়। ডাকতে গিয়ে দেখে সে মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে বোদা থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে পুলিশের উপস্থিততে নজরুলের বাড়ির এলাকার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে ওই ব্যক্তিতে দাফন করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় জানান,প্রার্থমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে সন্ধান করেও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।


















