বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ৩ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন বৃহস্পতিবার ( ২৫ মে) শেষ হয়েছে। “ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই, এখনই” এই শ্লোগান নিয়ে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে ও নেট্জ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় দাতা সংস্থা বিএমজেড এর অর্থায়নে প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ মে থেকে ২৫ মে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের প্রথম দিন ছিল প্রকল্পের কর্ম এলাকার সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) সদস্যদের গ্রাম পর্যায়ে ব্যানার, ফেস্টুন,পোস্টার নিয়ে সচেতনতামূলক প্রচারণা। দ্বিতীয় দিন ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করা হয় এবং ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। শেষ দিন বৃহস্পতিবার ৬টি ইউনিয়ন থেকে পিকআপে করে সচেতনতামূলক গান পরিবেশনের মাধ্যমে দেড় শতাধিক সিএসও নারী-পুরুষ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে হাজির হয়। এখানে ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মানব কল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মঞ্জুরুল তারিক, উপজেলা সিএসও সভাপতি নাজিম কিবরিয়া, এ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার লিলিমা মন্ডল, ফিল্ড ফেসিলিটেটর প্রতিমা রাণী, পদার চন্দ্র, মনিরুজ্জামান পাইলট প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সমাজের নারীরা প্রতিটি স্তরে কোন না কোনভাবে সহিংসতার শিকার হচ্ছে। যা ক্রমশ বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও সামাজিকীকরণ প্রক্রিয়া। এর একমাত্র পরিবর্তন ঘটতে পারে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। তাই আমাদের নিজ নিজ স্থান থেকেই এ সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতি নির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণগত পরিবর্তনের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সাংবাদিকদের মতবিনিময়

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

দিনাজপুরে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, সড়ক অবরোধ

সারদা সংঘ’র উদ্যোগে দরিদ্র নারায়নের মধ্যে বস্ত্র বিতরন

রেলমন্ত্রী সুজন ব্যক্তিগত স্বেচ্ছাচারিতায় আমাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর সিদ্ধান্ত দিয়েছেন -সম্রাট

দিনাজপুরে যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর প্রেসক্লাবের বিনম্্র শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

ধর্ষণ চেষ্টা করায় খানসামায় শ্বশুরের লিঙ্গ কাটার অভিযোগ