বিরলে শিক্ষার গুণগত মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালায় বক্তারা
স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার
গুণগত মান উন্নয়নের কোন বিকল্প নেই
দিনাজপুরের বিরলে এক কর্মশালায় বক্তারা বলেছেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার গুণগত মান উন্নয়নের কোন বিকল্প নেই। মাধ্যমিক স্তরে শিক্ষার এই গুণগত মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার। এ জন্য শিক্ষা সংশ্লিষ্টকাজে নিয়োজিতদের নিজ নিজ অবস্থানে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহন এবং বিদ্যালয়ের পরিচালনা, ব্যবস্থাপনা এবং পরিচলন পদ্ধতি শক্তিশালীকরনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় শিক্ষার গুণগত মনোন্নয়নে সোমবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বিরল সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, বিরল সরকারী ডিগ্রী কলেজের প্রতিনিধি আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমান আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন।
দিনব্যাপী এই কর্মশালায় বিরল উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ অংশ গ্রহন করেন।