Wednesday , 7 June 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\ধর্মীয় স¤প্রীতি ও সচেতনতাম‚লক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় স¤প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা ইসলামিক ফাউন্ডেশন ওই কর্মশালার আয়োজন করে। সকালে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. শামীম সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষক আবু সায়েম। প্রশিক্ষণে মুসলমান, হিন্দু ও খ্রীস্টান ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, দেশে যাতে কোনোভাবেই উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাÐ ফিরে না আসে-এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে মসজিদের খতিব, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা তাদের আলোচনা, বয়ান ও খুতবায় মানুষকে মাদক, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ভিন্ন ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য প্রদান, সন্ত্রাস-জঙ্গিবাদ সহ নানাবিধ সামাজিক সমস্যার কুফল বিষয়ে জনগণকে সচেতন করে বক্তব্য রাখছেন। দেশে অধিকাংশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদ সমূহ শিগগিরই চালু হবে। এসব মসজিদের প্ল্যাটফরম ব্যবহার করে দেশের প্রান্তিক পর্যায়ের খতিব, ইমাম ও ধর্মীয় আলোচকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা গেলে অনেক সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন

বাল্য বিবাহের আয়োজনের দায়ে বরের তিন মাসের কারাদন্ড ও কনের পরিবারকে অর্থদন্ড প্রদান

ঠাকুরগাঁওয়ে আরেফা হোসেন ৬২ বছর বয়সে মাস্টার্স পাস করলেন !

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা

পীরগঞ্জে ৪জুয়ারী আটক

কবি-গীতিকার লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত ‘হারমনি’র মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান

তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহে জরুরী সাড়াদান কার্যক্রমের বাস্তবায়নকৃত কর্মসূচীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম,  লোকশানে আমদানিকারকরা

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম, লোকশানে আমদানিকারকরা