Saturday , 17 June 2023 | [bangla_date]

বঙ্গবন্ধুর পরিবারের মত ক্রীড়ামোদি পরিবার পৃথিবীতে আর নেই- নৌ প্রতিমন্ত্রী

সাজ্জাদুল আজম সাজ্জা, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের মত ক্রীড়ামোদি পরিবার পৃথিবীতে আর একটিও নেই । বাংলাদেশের প্রতিটি মানুষকে বঙ্গবন্ধুর জীবনি জানা উচিত। আমরা কেউ জাতির পিতা বঙ্গবন্ধু হতে পারবো না কিন্তুু তার আর্দশ ধারন করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যে কোন খেলায় ষ্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখেন ও খেলোয়াড়দের উৎসাহিত করেন।
তিনি আরো বলেন, যারা খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগি হবে মাদক তাদের কখনই স্পর্শ করতে পারবে না। আজ থেকে ১৫ বছর পুর্বে খেলাধুলার মাঠগুলো গো-চারন ভুমিতে পরিনত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশের প্রতিটি খেলার মাঠ বিভিন্ন খেলাধুলায় মুখরিত রয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলান্নেসা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ফুটবলে বিপ্লব এসেছে। বোচাগঞ্জের এই শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে প্রতি বছর আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরীর লক্ষে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিতকায় বোচাগঞ্জে বেশ কিছু খেলোয়ড় জাতীয় দলে অংশ গ্রহন করে এলাকার নাম উজ্জ্বল করছে।
গতকাল ১৭ জুন শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুনামেন্ট অনুর্ধ-১৭ বালক এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুুুরুল আনোয়র চৌধুরী প্রমুখ।
ফাইনাল খেলায় ৬ নং রনগাঁও ইউনিয়ন পরিষদ ৪-২ গোলের ব্যবধানে পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিতি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

বোচাগঞ্জে ছাত্রদের মাঝে ফুটবল বিতরন

বীরগঞ্জে পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে মানেন না তাদের নাগরিকত্ব থাকা উচিত না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মার্কেটিং অফিসারের কারসাজিতে বিপাকে ডিলার !