বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদস্য ও সচিবগণের জন্য তিন ব্যাপি এক মৌলিক প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর সহযোগীতায় বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এই প্রশিক্ষণের আযোজন করে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর উপ সচিব,যুগ্ন পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো.শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও কমিশনার (ভুমি) বোদা ইমরানুজ্জামান বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় বোদা উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদস্য ও সচিবগণ অংশ নেন।