Wednesday , 27 January 2021 | [bangla_date]

প্রচন্ড শীত কুয়াশাকে উপেক্ষা করে ইরি বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের কাহারোলে নানা প্রতিকুলতার মধ্যেও চলতি মৌসুমে ইরি-বোরো চারা লাগানোর জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে কাহারোলের ৬টি ইউনিয়নের কৃষকেরা। কাহারোল উপজেলায় চলছে ইরি বোরো রোপনের কাজ। কাহারোল উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি বোরো মৌসুমে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪শত ৩৬ হেক্টর জমি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক বলেন, চলতি মৌসুমে শীতে বীজ তলার তেমন ক্ষতি না হওয়ায় কৃষকেরা বেশ স্বস্তিতে রয়েছে। ভালোভাবে যাতে কৃষক চারা রোপন করতে পারে সেই সাথে ভাল ফলন পেতে পারে তার জন্য কৃষি বিভাগ চাষীদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি ইরি বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও