খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট-এ শিশু পার্কের শুভ উদ্বোধন।
রবিবার বিকেলে পাকেরহাট শিশু পার্কের নাম ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিদায়ী ইউএনও রাশিদা আক্তার ও নবাগত ইউএনও মোঃ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, পাকেরহাট শিশু পার্কে শোভা পাচ্ছে খেলাধুলার বিভিন্ন রাইড ও বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। এই শিশু পার্ককে ঘিরে আশেপাশের শিশু ও অভিভাবকরা বেশ আগ্রহী হয়ে উঠছেন।

 
                    







 
                                    




 
                                            


