দিনাজপুরের বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তির প্রকৃত মালিক হয়েও বসতভিটা ভাংচুর করে মামলা-মোকদ্দমা ও নানা হয়রানির শিকারে মোহাম্মদ আলীর পরিবার দিশাহারা। উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের উত্তর সুজালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হারান পরামানিকের ছেলে মোহাম্মদ আলী(৫৫) সহ তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, সম্প্রতি ২০২২ সালে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জমি বিক্রয়ের অনুমতি পত্র পাওয়ার নিমিত্তে বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান কার্যালয়ের প্রত্যায়ন পত্র ও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কতৃক জমি বিক্রয়ের অনুমতি কেস নং-১৫৯/৮/২০২২ মুলে স্মারক নং-১৯১৯ মোতাবেক জমি বিক্রয়ের অনুমতি প্রাপ্ত হয়ে মাকড়াই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মৃত চান্দ্রাই হেমরমের ছেলে সুলতান হেমরমের নিকট হতে চাকাই মৌজার জে,এল,নং- ১৫৪ এস.এ খতিয়ানের সাবেক নং-১৯৭ ও সিএস দাগ নং- ১২৫৬,খারিজ খতিয়ান নং-১৯৫০ অনুযায়ী সহরী(কৃষি) মোট ১.৩৮ একরের মধ্যে ০.৪৬ একর জমি ৫৮৬৪ কোবলা দলিলমূলে মোহাম্মদ আলী উল্লেখিত জমি ক্রয় করেন এবং ক্রয়কৃত জমির দখলাদি বুঝিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল ও ফসল আবাদি করতে থাকে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস কার্যালয়ের আগত খতিয়ান নং- ৫৮৬৪ হতে খতিয়ান নং-২০১৩ ও ২০১৪ নং হোল্ডিং প্রাপ্ত হয়ে মোহাম্মদ আলী নামজারি, খারিজ ও হালনাগাদ খাজনাদি করিয়ে নেয়। এরই একপর্যায়ে গত ১০ জুন ২০২৩ ইং আনুমানিক সাড়ে ১১ টায় তফসিল বর্ণিত সম্পত্তিতে টিনসেড ঘরবাড়ী নির্মাণকালে ক্রয়কৃত জমিজমা নিজেদের নামীয় বলে দাবি করে একই এলাকার মৃত সামু মার্ডির ছেলে বাবুল মার্ডি(৫৫), বাবুল এর ছেলে সোম মার্ডি(৩০) এর নেতৃত্বে মো: জার্জিস(৬০) পিতা:মৃত তামিজ উদ্দিন, আশরাফুল ওরফে নান্দার(৩৬) পিতা:কসম দালাল ছোট বোচাপুকুরের বাবু রাম হাসদা(৫৬), দোলে টুডু(৫০),কোম হাসদা(৩৫) তালামাই (২৫), মোটা মন্ডল(৪৫),আরাজি বোচাপুকুরের এমিল হাসদা ডন(৫৬), কাশিপুরের বাজুন বেশরা(৪০) সহ ৫/৭ জন অজ্ঞাতনামারা দলবদ্ধ হয়ে ধারালো ছোড়া,তীর ধনুক, লোহার রড,লাঠি- সোটা ইত্যাদি দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখলের পায়তারায় এলোপাতাড়ি মারপিটে ও তীর ধনুক ছুড়লে মোহাম্মদ আলী, তার ছেলে সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়। এসময় জীবন রক্ষার্থে ডাকচিৎকারে তোফাজ্জল হোসেন,মো: আলম সহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলেও সকলের সামনেই নির্মাণকৃত ঘর-বাড়ী ভেঙে ও টিন,খুটিসহ ৪ টি ছাগল লুটের মাধ্যমে নিয়ে প্রাননাশের হুমকি ধামকি প্রদর্শন করে বীরদর্পে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মোহাম্মদ আলী ও সাইদুলের অবস্থা আশঙ্কা জন দেখে হাসপাতাল কতৃপক্ষ তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং চিকিৎসাধীন অবস্থায় থাকায় মোহাম্মদ আলীর বড় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যার নং- ১৩, তাং-১২/০৬/২০২৩ইং। অপরদিকে বিবাদি পক্ষে বাবুল মার্ডি বাদী হয়ে একই তারিখে বীরগঞ্জ থানার ১২ নং
মিথ্যে মামলা দায়ের করেন বলেও দাবী জানান, মোহাম্মদ আলীর পরিবার এবং আরো উল্লেখ করে জানান, আসামীসহ স্থানীয় কুচক্রী মহলের প্রকাশ্য মদতে ও যোগসাজসে প্রাণনাশের বিভিন্ন হুমকি ধামকিসহ এই সম্পত্তি দখলা- দখলি হবার সম্ভাবনার বিষয়টি নিয়ে ইতিপূর্বেই বীরগঞ্জ থানা চত্বরে পুলিশ ও স্থানীয় গন্যম্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দলিল পত্রাদি নিয়ে আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি । অপরদিকে বিভিন্ন সময়ে বিবাদীপক্ষের ভাড়াটিয়া মাস্তান বাহিনীর নানানভাবে হুমকি – ধামকি প্রদর্শন ও হয়রানি থেকে মুক্তি, সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও কষ্টের জমানো টাকায় ক্রয়কৃত বৈধ জমিজমা রক্ষার্থে সহযোগিতা পেতে বিষয়টিতে মহামান্য আদালতের আশু দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।
Bkash
Bkash Gosh