বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু এবং আহত হয়েছে ৯জন।
ওই মহাসড়কের বিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী শ্যালোচালিত নসিমন উল্টে রেজওয়ান নামে ব্যবসায়ী এবং নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আকরাম হোসেন ও বাস যাত্রী শিশু কন্যা জান্নাত আরা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। গত সোমবার দিবাগত রাত ৮টা থেকে মধ্যরাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগুমটি ও নবাবগঞ্জের চড়ারহাট এলাকায় এই দূর্ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধুরইল এলাকার রেজাউল ইসলামের ছেলে রেজওয়ান (৪০), ট্রাক চালক পাবনা সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) ও বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।
আহত মজনু (৩৪) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফেসকার ঘাট এলাকার ওয়াজ প্রামানিকের ছেলে এবং বিষু (৪০) ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকার বিহ্মু মন্ডলের ছেলে। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৮টার দিকে নশিমনে রাণীগঞ্জ হাট থেকে কয়েকটি গরু ক্রয় করে আমবাড়ী এলাকায় নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ওই মহাসড়কের বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে নসিমনটি উল্টে যান। এতে গরুসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রেজওয়ানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সামসুজ্জামান সরকার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়। বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে নবাবগঞ্জে স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজ নামের একটি বাস দিনাজপুরের দিকে আসছিল।একই সময় পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জের চড়ারহাট টুলটুলি পাড়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এ ঘটনায় ৭যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

গভীর রাতে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র পৌছালেন দিনাজপুর জেলা প্রশাসক

বীরগঞ্জে জেমস পিটার তালুকদারের দৌরাত্মে আদিবাসী বাবুলের পরিবার দিশেহারা

বিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথ

ইসরাইলী আগ্রাসন বন্ধ-নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ওয়ার্কর্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানবতা ও মনুষত্ব বিকাশের ব্রত নিয়েই রামকৃষ্ণ আশ্রমের অগ্রযাত্রা -সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল

বোদায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভ‚গর্ভে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু