বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও কাঁচামাল বোঝাই অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে অটোচালক আতিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছে।
নিহত আতিকুল ইসলাম খানসামা উপজেলার বালাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (২ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ পৌরসভা কাঁচা মালের আড়ৎ থেকে কাঁচামাল বোঝাই করে পাকেরহাট যাওয়ার পথে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারের উত্তরে ( ঢাকা মেট্রো -ট -২২-৪৪৪৪) গিয়াস এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে অটোচার্জারটি দুমড়ে মুচড়ে যায়। এতে স্থানীয়দের সহযোগিতায় অটোচার্জারের চালক আহত আতিকুল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১০ টার দিকে আতিকুলের মৃত্যু হয়। বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাক ও ট্রাক চালক মানিকগঞ্জের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো: হুমায়ুন আহমেদ (৩০)কে আটক করে ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর বাদি হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-১ তাংঃ০২-০২-২০২১ ইং।