মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে সাইকেলের হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে অভিভাবক মহল।

মঙ্গলবার (৫সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বসানো হয়েছে সাইকেলের হাট। স্কুলের অফিস রুমসহ সব কয়েকটি ক্লাশ রুমের দরজায় ঝুলছে তালা। সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় থেকে চলে গেছে শিক্ষকরা। এতে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ব্যহত হচ্ছে। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো মঙ্গলবার সকাল ৯ থেকে সকাল ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা চলে ক্লাশ।১১ টায় স্কুল ছুটি দিয়ে মাঠে বসানো হয় সাইকেলের হাট।

যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন,বাচ্চা কাচ্চারা হরিপুরে সাঁতার খেলতে গেছে। আজ বড় হাটের দিন বাচ্চারা স্কুলে আসতে পারে না। তাই সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল চালায়। স্কুল মাঠে বাউন্ডারির মধ্যে সাইকেলের হাটের বিষয়ে আমি জানিনা। আমি অফিসের কাজে বাইরে আছি।

যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট কে বসিয়েছে সেটা তো আমি জানি না।

যাদুরাণী হাট ইজারাদার রাজীব হোসেন বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট বসানোর বিষয়টি আমার জানা নাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি আমি অফিসের লোক মুখে শুনেছি। বিষয়টি আমি আগে শুনি কেনো এমন করলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আবদুল হালিম আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে

বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে শেখ কামালের জন্মদিন পালিত

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা টিমের প্রতি ভক্তের ভালোবাসা!

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

বোচাগঞ্জে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষন

বোচাগঞ্জে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়

হরিপুরে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

দিনাজপুরে শেখ রাসেল মিনি বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সমাপ্ত