Saturday , 9 September 2023 | [bangla_date]

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন

দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টা ১৫মিনিটে তিনি না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংক লিমিটেড দিনাজপুর এরিয়া অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর এরিয়া দিনাজপুর এর সভাপতি রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল গত ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার বিরল উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে জুম্মার নামাজ শেষে মটরসাইকেল যোগে দিনাজপুর শহরের মিশনরোডস্থ বাসভবনে আসার পথে বিরলের তেঁতুলতলা নামক স্থানে একটি ছুটন্ত গরুর সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনায় তিনি পতিত হন। দূর্ঘটনায় তাঁর মাথার হেলমেট ভেঙে একাংশ ঢুকে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ছাড়াও একাধিক ভেইন ছিড়ে যায়। ঐদিন খবর পেয়ে তার পরিবার ও রোটারী ক্লাবের সদস্যরা তাঁকে অত্যন্ত আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। ৬ সেপ্টেম্বর ভোর ৬টায় তার কার্ডিয়াক অ্যারেস্টের পর রাত ২ টায় আবারো কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়। সর্বশেষে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ৩য় বারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট হলে কর্তব্যরত চিকিৎসক শত চেষ্টা করেও তাকে আর ফেরাতে পারেননি। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর মিশন রোড জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয় এবং নামাজের জানাজা শেষে ফরিদপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত জানাজা ও দাফনকার্যে মরহুমের পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, দিনাজপুর রোটারী ক্লাবের সকল রোটারিয়ানবৃন্দ, জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কিশোরী কন্যাসহ দুই ভাই, এক বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুলের মৃত্যুতে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ খাদিজা নাহিদ ইভাসহ ক্লাবের সকল রোটারিয়ানবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করলেন এমপি গোপাল

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও ভিসি নিয়োগ দেবে সরকার

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

বীরগঞ্জে ভোক্তার আইনে ১৪ হাজার টাকা জরিমানা

২০ জুন ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে প্রেস ব্রিফিং

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

নারীকে হাত-পা বেঁধে হত্যা  ঘটনায় যুবক আটক

নারীকে হাত-পা বেঁধে হত্যা ঘটনায় যুবক আটক

বীরগঞ্জে কৃষি যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন