সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরশহরে বেদে কন্যাদের উৎপাতে অতিষ্ঠ মানুষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সোমবার (২ অক্টোবর -২০২৩) দুপুরে ব্যস্ততম দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়ক এবং পৌর শহরে বেদে কন্যাদের উৎপাতে অতিষ্ঠ শহরের মানুষ। যাযাবর তথা বেদে সম্প্রদায়ের এসব নারী সদস্যদের অশ্লীল ও আতঙ্কিত আচরণে রীতিমত ভীতি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। গত কয়েকদিন ধরে বীরগঞ্জ পৌরহরের ঢেপা নদী সংলগ্ন ব্রিজ এর পাশের কোনোমতে জায়গায় বসবাসরত এইসব বেদে সম্প্রদায়রা কয়েক দিন ধরে এদের পেটের ক্ষুধা মেটাবে অমানবিক চাঁদাবাজীতে অতিষ্ঠ নগর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বিগত কয়েক বছর ধরেই শহরে বেদে সম্প্রদায়ের ‘টাকা দে কিছু কিনে খাবো’ ধরণের চাঁদাবাজী চলে আসছে। নির্দিষ্ট কোন কাজ না থাকায় মানবিক কারণে এদের টাকাও দিয়ে থাকে শহরে আসা মানুষ। তবে সাম্প্রতিক সময়ে এদের টাকা চাওয়ার ধরণ পাল্টে এক প্রকার তা চাঁদাবাজীতে পরিণত হয়েছে। শহরের ব্যস্ততম ও জনবহুল জায়গাগুলোতে এরা দল বেঁধে হাতে সাপের বাক্স নিয়ে ঘোরাফেরা করে।

সুযোগ বুঝে সাপের ভয় দেখিয়ে আদায় করছে টাকা। আবার চাহিদমত টাকা না পেলে শারীরিক অশ্লীলতাও করছে বলে অভিযোগ রয়েছে। অনেক সময় মহিলা ও শিশু দেখলেই এদের আগ্রাসী মনোভাব আরও প্রকোট হয়। সাপের ভয় দেখিয়ে বা শিশুকে কাছে নিয়ে জোর করেই টাকা আদায় করে এরা। আবার অনেক সময় মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া যায় এদের বিরুদ্ধে।

দল বেঁধে ঘোরাফেরা করায় সন্মানের ভয়ে অনেকে এদের কোন কার্যাকলাপে তেমন প্রতিবাদ না করে নিরুপায় হয়ে এদের কাছে জিম্মি হয়ে যায়। সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন বলে এদের সাথে কেউ লাগতেও যায় না। সবমিলে সুযোগ বুঝেই এরা অবাধে শহরে ঘুরে টাকা আদায়ের নামে হয়রানি করছে সাধারণ মানুষকে।

এদের অশ্লীল অঙ্গাভঙ্গি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের কৌশলে পরিবার ও শিশু নিয়ে শহরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সৌখিনতা থেকে আজ দুম্বার খামার

রাণীশংকৈলে বছর না যেতেই বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল !

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী

রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঝাড়বাড়ি গোগরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

বৈকালী’র ৪২তম দুর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট মঞ্চস্থ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডাকবাংলোর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন–দবিরুল ইসলাম এমপি,

বোচাগঞ্জে জঙ্গবিাদ ও মৌলবাদ বরিোধী মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ইপিজেড, পাবলিক বিশ্ব বিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে -রমেশ চন্দ্র সেন এমপি