পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল আরিফ, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রুহুল আমিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্ক, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মো: মেহেদী হাসান, হিন্দু বিবাহ রেজিষ্টারসহ বিভিন্ন দপ্তরের সরকারি পদস্থ কর্মকর্তা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয় ও উপজেলায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, বাল্যবিয়ে বন্ধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে গ্রাম পর্যায়ে ও হাইস্কুলে কাজ করতে হবে। এফিডেভিটের মাধ্যমে বাল্য বিয়ে হচ্ছে, এই এফিডেভিটের আইনগত ভিত্তি নেই। তিনি বাল্যবিবাহ বন্ধে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।