বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে, ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ওই ইউনিয়নের সাড়ে ৬ হাজার জন সুবিধাভোগী নাগরিক অংশগ্রহন করেন। সোমবার (৩০ অক্টোবর) সকালে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মন,বীর মুক্তিযোদ্ধা বাসুদেব গোস্বামী,ইউপি সদস্য আলী আকবর,মানিক প্রধান,শ্যামল কুমার সেন,ইউনুস আলী,আওয়ামী লীগ নেতা রজনী কান্ত রায়, আয়ুব আলী,মাহবুব আলম ও বীনা রাণী। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধান মন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। বক্তারা বলেন,আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে আরো উন্নয়ন হবে,আরো ব্যাপক সংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে ভাতার সংখ্যা ও ভাতার হারও বৃদ্ধি হবে। উল্লেখ্য পাঁচপীর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১১০৩ জন বয়স্ক ভাতা,৪৩০ জন বিধবা ভাতা,২৬০ জন প্রতিবন্ধী ভাতা,২৭৫ জন ভিজিটির আওতায় চাল,১২৬৫ জন টিসিবির পন্য,১২২৬ জন খাদ্যবান্ধব কর্মসুচির আওতায়, ৭১ জন চল্লিশ দিনের কর্মসুচির আওতায়, ১৫৮ জন মাতৃত্বকালীন ভাতা ভোগী এবং ১২৭১ জন ভিজি এফ এর চাল হিসেবে সরকারের সহায়তা পাচ্ছেন। এছাড়াও গৃহহীনদের জমি সহ পাকা ঘর প্রদান করা হয়েছে।