সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৩, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

“ডায়াবেটিসের ঝুকি জানুন,প্রয়োজনীয় ব্যবস্থা নিন“প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্দ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ ইং পালন উপলক্ষে“ ১৩ নভেম্বর সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল হক ছুটু লিখিত বক্তব্যে বলেন, আর্ন্তজাতিক ডায়াবেটিক ফেডারেশনের হিসাব মতে ২০১২ সালে সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ৫৩ কোটি ৭০ লাখ (২০-৭৯ বছর বয়স্ক মানুষ) যার মধ্যে ১০% টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। প্রায় ২ নারী ( প্রতি ৬জনে ১ জন) গর্ভাবস্থায় আক্রান্ত হয়,যাদের ৬৫ শতাংশই পরবর্তীতে টাইপ ২ ডায়াবেটিসে পরিনত হয়। আইডিএফ‘র হিসেব অনুযায়ী ১২ লাখেরও বেশি শিশু কিশোর (০-১৯ বছর বয়সী) ডায়াবেটিস আক্রান্ত। ওই সংগঠনের গবেষনায় জানা গেছে, বাবা-মা উভয়ের ডায়াবেটিস থাকলে ছেলে-মেয়ের ৭৫-৮০ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। ডায়াবেটিস আক্রান্ত ২৪ কোটি মানুষ বা প্রতি ২ জনে ১ জন জানেন না, যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। আইডিএফ‘র তথ্য মতে ডায়াবেটিসের কারণে সারাবিশ্বে প্রতি ৫ সেকেন্ডে ১ জন মানুষ মৃত্যুবরণ করছে। শুধু ২০২১ সালেই মহামারী এই রোগে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এখনই এই রোগের প্রতিরোধ করা সম্ভব না হলে ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪ কোটি ৩০ লাখে দাঁড়াতে পারে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আইডিএফ‘র ২০২২ সালের হিসেব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া গবেষক দলের তথ্যমতে বাংলাদেশের ৬২ শতাংশ মানুষ জানে না তাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস রোগী আক্রান্তের সংখ্যা বৃদ্ধির গতি দেখে অনুমান করা হচ্ছে দেশে আগামী ২০৪৫ সালে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে ২ কোটি ২০ লাখ। আইডিএফ‘র তথ্য মতে দেশে প্রতি ৩ জনে ১ জন ডায়াবেটিস আক্রান্ত রোগী অন্ধত্বের ঝুকিতে রয়েছে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৬০ জন ডায়াবেটিস জনিত রোগী জটিলতায় আক্রান্ত হচ্ছেন। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ বিষয়ক চর্চ্চা করলেই ডায়াবেটিকের মহামারী থেকে মানুষকে বাঁচানো সম্ভব। এ রোগ থেকে মানুষকে বাঁচাতেই প্রতিবছর জনসচেনতামুলক নানান কর্মকান্ডের মধ্যে এ দিবস উদযাপন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার জাতিসংঘকে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের প্রস্তাব গ্রহনের জন্য আহবান জানায়, মুলত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষে বাংলাদেশ সরকার এই আহবান জাতিসংঘে উপস্থাপন করেন ফলে ২০০৬ সালে জাতিসংঘ ৬১/২২৫ প্রস্তাব গ্রহনের পর থেকে সাড়া বিশ্বে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হচ্ছে । সে প্রেক্ষিতে ২০০৭ সাল থেকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। এ দিবসটি পালনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ, গতিধারা, চিকিতসা এবং রোগটি নিয়ন্ত্রনের ব্যবস্থা সর্ম্পকে গণসচেতনতা বৃদ্ধি করা।
এসময় তিনি জানান, উত্তরাঞ্চলের ডায়াবেটিক রোগীদের স্বল্পমুলে উন্নত ও মানসম্মত চিকিতসা প্রদানের ক্ষেত্রে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল অগ্রনী ভুমিকা পালন করে আসছে এবং এই রোগ প্রতিরোধে কার্য্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষে গণসচেতনতা সৃষ্টি করছে। দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে বর্তমানে নিবন্ধিত রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার‘র অধিক বলে তিনি জানান। সংবাদ সম্মেলনের জানানো হয়, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর‘র পক্ষে র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মসুচীগুলোতে সকলকে অংশগ্রহনের জন্য আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: মতিউর রহমান, কার্য্যনির্বাহী সদস্য মো: মকসেদ আলী মঙ্গলিয়া,আবু বকর সিদ্দিক,আলহাজ্ব মো: মোফাজ্জল হোসেন,মো: জামিরুল ইসলাম জুয়েল,ড: মো: লিয়াকত আলী, আজীবন সদস্য মীর তৌহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অসময়ে শিলাবৃষ্টি !

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প শেখ হাসিনা সরকারের মাইলফলক অবদান-সমাজসেবা ডিডি

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শোকদিবস পালিত যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা বাংলাদেশকে অস্বীকার করে-এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মানবন্ধন

ঠাকুরগাঁওয়ে পিতাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পন

কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ