দিনাজপুরের বিভিন্ন সিএসডি-এলএসডিতে সরকারীভাবে অভ্যন্তরীন আমন ধান, চাল সংগ্রহ অভিযান-২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাডীতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায ফুলবাডী এলএসডি গোডাউনে পৌর এলাকার তেঁতুলিযা গ্রামের কৃষক হারুন উর রশীদ এর কাছ থেকে এক টন ধান ক্রয করে এ কর্মসূচি উদ্বোধন করা হয।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুমে এ উপজেলায সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে, ২ হাজার ৬৬১ টন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে, ৬৭৫ টন চাল ক্রয় করা হবে।
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মঞ্জু রায চৌধুরী, আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসাযী রুহুল আমিন, বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিযা হোসেন।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।
হাকিমপুর
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :প্রান্তিক কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান ও চাল বিক্রয় করে লাভবান হতে পারেন সেই লক্ষে দিনাজপুরের হাকিমপুরে সরকারিভাবে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। হাকিমপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ (ধান ও চাল) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি এলএসডি খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন, এলএসডি কর্মকর্তা খলিলুর রহমানসহ অনেকেই।
এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।