বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সহপাঠ্যক্রম ও স্ংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্ল্যাহ, সেতাবগঞ্জ সসরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবীর সোহাগ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবাইদুল্লাহ কাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কলেজ, মাদরাসা, কারিগরী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট ও বিভিন্ন স্কুল কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।