পীরগঞ্জ প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ সময় উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান সহ ওয়ার্কাস পার্টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কাস পার্টি থেকে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত মতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এর আগে এ আসনের বিএনপি’র এমপি জাহিদুর রহমান পদ ত্যাগ করলে উপ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন এবং ৫০ হাজারেরও বেশি ভোট পান। প্রায় ৩০ হাজার ভোটে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি হাফিজউদ্দীনের কাছে পরাজিত হন। পরে ওয়ার্কাস পার্টিতে যোগ দেন তিনি। এর আগে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।