বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বিএনপির ডাকা অবরোধ চলাকালীন ধান বোঝাই একটি ট্রাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক মো. সাজ্জাদ হোসেন সাজু ও কাহারোল থানা ওসি (তদন্ত) বাবলু চন্দ্র রায় জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-২০-৭৫৩৬ ট্রাকটি বিরল পৌরসভার রুপালী অটো হ্যাস্কিং মিল অটোতে ২০ টন ধান নিয়ে যাচ্ছিল।