পঞ্চগড় প্রতিনিধি\ ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সিভিল সার্জন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল আলম, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, বিশেষজ্ঞ চিকিৎসক আমির হোসেন, কার্ডিওলোজিস্ট মাহবুবল আলম, ডা.এসএম শরীফ আফজাল ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন বক্তব্য দেন।