ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় নুরুল ইসলাম নামে এক কৃষকের ৩টি গরু চুরি হয়। গত শনিবার রাতে চোরেরা ওই কৃষকের ৩টি গরু নিয়ে যায়। এ ব্যাপারে ওই কৃষক সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার গড়েয়া লস্করা গ্রামের কৃষক নুরুল ইসলাম গত শুক্রবার গোয়াল ঘরে ৩টি গরু রেখে তালা লাগিয়ে ঘুমিয়ে পরেন। পরদিন সকালে ঘুম থেকে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে উল্লেখিত গরু ৩টি চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি ফ্রিজিয়াম ক্রস জাতের বাচ্ছি গরু ৫ মাসের অন্ত:স্বত্তা ছিল। তিনটি গরুর আনুমানিক মূল্য দেখানো হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। এ ব্যাপারে কৃষক নুরুল ইসলাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।