বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরল সীঁমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩ঘন্টা বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীঁমান্ত এলাকার রাধিকাপুর পোর্ট এলাকার বাংলাদেশের অভ্যান্তরে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফ এর ১২ জন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উল। এসময় বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনস্থ দিনাজপুর ব্যাটলিয়নের অধিনায়কসহ অন্যান্য ষ্টাফ অফিসার ও কোম্পানি অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রাসংগিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীঁমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীঁমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সকালে বিএসএফ প্রতিনিধিদল বিওপি’তে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডার ও বিজিবি প্রতিনিধিবর্গ তাদের ফুলেল অভ্যর্থনা জানান। এছাড়াও বিজিবি’র একটি চৌকষ দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।