বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত ও ক্লান্ত বানর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২০, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

বীরগঞ্জ প্রতিনিধি \ বন-জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে দিনাজপুরের বীরগঞ্জের গ্রামাঞ্চলের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর। কেউ দেখে ভয় পাচ্ছে আবার অনেক ছেলেরা তাদের দেখে ঢিল মারার কারণে বানরটি পালিয়ে যাচ্ছে। এভাবে সে এক এলাকা থেকে অন্য এলাকা ছুটাছুটি করছে। কোথাও নির্দিস্টভাবে থাকছে না। বাড়ির বাঁশঝাড়, টিনের চাল, ঘরের উঠানে, লোকালয়ের বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে দৌড়াদৌড়ি দেখে গ্রামবাসীরা অনেকেই ক্ষুধার্ত বানরটিকে খাবার দিচ্ছে এবং সে খাবার ভয়ে ভয়ে নিয়ে খাচ্ছে। বানরটিকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন। তবে বানরটিকে দেখে অনেকে বলছেন, সে ক্ষুধার্ত, ক্লান্ত। এই বন্যপ্রাণীকে রক্ষা করতে বনবিভাগের এগিয়ে আসা উচিত বলে বললেন স্থানীয়রা।
মঙ্গলবার দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের মোজাম্মেল হক এর বাড়ির বাঁশঝাড়ের পাশে এই বানরের দেখা মিলে।
এলাকাবাসীরা জানায়, আমাদের গ্রমে হঠাৎ এই বানর দেখে সকলে অবাক হয়েছি। তবে ধারণা করছি বানরটি তাদের দল থেকে আলাদা হয়ে পড়েছে এবং খাবারের খোঁজে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছে। গ্রামবাসীরা অনেকে বানরটিকে খাবারও দিচ্ছেন
ওই গ্রামের রবিউল ইসলাম বলেন, গ্রামে বানরটিকে প্রথমে কিছু লোকজন দেখতে পায় তবে বানরটির কেউ যেন ক্ষতি করতে না পারে এ বিষয়ে আমিসহ এলাকার মানুষ সজাগ করি।
বীরগঞ্জের ফরহাদ হোসেনসহ স্থানীয়রা জানায়, বানর দেখে কিছু কৌতুহলী মানুষ আনন্দ পেলেও, অনেকে আবার ভয় পেয়ে থাকেন। কেউ হামলার আশংকায় তাদেরকে তাড়া করেন। তাড়া খেয়ে পাড়া থেকে পাড়ায় ছুটে চলা বানর ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। এই বানর পাশে সিংড়া ফরেস্টে চলে যায় আবার লোকালয়ে আসে। তবে তাদের পুনর্বাসনে সরকারী-বেসরকারীভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কারণ সকল বন্য প্রাণীকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ।

রাণীশংকৈলে মেয়র হলেন মুস্তাফিজুর রহমান।। বিস্তারিত জানতে টাচ করুন

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির

কালীগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল