Monday , 25 December 2023 | [bangla_date]

সেতাবগঞ্জ রনগাঁও কাটাবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম (স্টাফ রিপোর্টার): সেতাবগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের সাদা মহল কাটা বাড়ি আদিবাসী জোহার সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) মো: সোহেল রানা ও নিরেন মুর্মুর ধারাভাষ্যে ছেলে ও মেয়েদের ফুটবল খেলা মনোরম পরিবেশে অসংখ্য দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

জানা যায়, আদিবাসীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দু’দিন ব্যাপী ছেলে ও মেয়ে দলের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

এ সময় বোচাগঞ্জ শাখার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জুলফিকার আলী, রনগাঁও ২নং ওয়ার্ডের সভাপতি মো: জবায়দুর রহমান, যুব ও ক্রীয়া সম্পাদক বরুণ চন্দ্র রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু বলেন্দ্রনাথ রায়, উপজেলা ক্রীয়া সংস্থার মো: হাসিবুল ইসলাম, বীরগঞ্জ মেয়েদলের কোচ লতিফুর রহমান পলাশ, রনগাঁও ইউপি সদস্য মো: আইয়ুব আলী, সংরক্ষিত মহিলা সদস্য ফুলছড়ি হেমরম, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মতিন হাজদা, সাংস্কৃতিক সম্পাদনা মানিক হেমরমসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা এক দর্শক জানান ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো সুশৃঙ্খল শান্ত ও মনোরম পরিবেশ দেখিনি। তাই আজকের ফাইনাল খেলাগুলো বেশ ভালোই লাগলো”। খেলা পরিচালনা কমিটির সভাপতি জিস্কেল হেমরম জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

ফুটবল টুর্নামেন্টে ছেলে দল সেতাবগঞ্জ ফ্রেন্ড গ্রুপ ট্রাইবেকারে ৪-৩ গোলে একই উপজেলার টাঙ্গন আদিবাসী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবং বীরগঞ্জ বৈরাগী বাজার মেয়ে দল রাণীশংকৈল প্রমিলা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ মেয়েদের মধ্যে বেশ ক’জন জাতীয় দলের খেলোয়াড়ও ছিলেন।

বিজয়ী ছেলে ও মেয়ে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেয়া হয় ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার রানারআপ দলকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন

হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ !

রাণীশংকৈল সীমান্তে বিএসএফের বর্বর নির্যাতনের শিকার বাংলাদেশি যুবক !

দিনাজপুরে এইচপিভি ভ্যাকসিনেশন প্রচার ক্যাম্পেইন সমন্বয় সভায় বক্তারা এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন

বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন করলেন গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড.মুনতাসীর মামুন

বীরগঞ্জে ৪৫ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জামায়াতে ইসলামী বিরল শাখার উদ্যোগে সীরাত মাহফিল ও না’তে রাসূল (সাঃ)

ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসুচী উদ্বোধন

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে দিনাজপুরে শিক্ষক মহলের মানববন্ধন ও বিক্ষোভ